Header Ads

ট্যাবেকাম ( Tabacum) [তামাক] ( Tab - ট্যাবে ]

ট্যাবেকাম ( Tabacum)  [তামাক] ( Tab - ট্যাবে ]
ট্যাবেকাম ( Tabacum)  [তামাক]

ট্যাবেকাম ( Tabacum)  [তামাক] ( Tab - ট্যাবে ]  

মস্তিস্কের উপদাহ হইতে রোগের উৎপত্তি হয়, এবং তৎপর ফুসফুস পাকাশয়িক স্নায়ুমন্ডলের ক্রিয়ার সুস্পষ্ট উপদাহ দেখা দেয়।

গন্ডদেশ ও পৃষ্ঠের শীর্ণতা।

সমগ্র পেশীমন্ডলের সম্পূর্ণ অবসন্নতা।

অত্যন্ত দুঃখভাবের অণুভূতি।

দেহ বরফের ন্যায় শীতল ্এবং শীতল ঘর্মে আবৃত

রোগলক্ষণগুলি আবেশে উপস্থিত হয় - যথা হাঁপানি, বমিসহ মাথা ব্যথা, শিরোঘূর্ণন, হাঁচি।

অত্যন্ত হতাশভাবের সহিত অজীর্ণতা, হৃৎস্পন্দন ও সবিরাম নাড়ী।

শিরোঘূর্ণনঃ রোগীর মৃতের মত পান্ডুরতা, ক্রমশঃ বর্ধিত হইয়া সংজ্ঞালোপে পরিনত হয়; খোলাবাতাস ও বমনে উপশম, উঠিয়া বসিলে ও উপরদিকে তাকাইলে উপশম, চক্ষু খুলিলে উপশম।

বমিসহ শিরোঃপীড়া, প্রত্যুষে উপস্থিত হয়, দুপুর  বেলা অসহ্য হইয়া উঠে; তৎসহ অত্যন্ত বিবমিষা, তীব্র বমন; গোলমালে ও আলোকে বৃদ্ধি; আক্রমন নির্দিষ্টকাল ব্যবধানে প্রতিবার একদিন বা দুই দিন স্থায়ী হয়।

হঠাৎ মস্তকের ডানদিকে বেদনার অনুভব করে, মনে হয় যেন কেহ হাতুড়ি বা মুগুর দিয়া  আঘাত করিল।

ঝাপসা দৃষ্টি, মনে হয় যেন একটি পর্দার মধ্য দিয়া দেখিতেছে; মস্তিস্ক রোগের আনুসঙ্গিক টেরা দৃষ্টি।

রেটিনা বা দৃষ্টিবাহী স্নায়ুর ক্ষীণতা হেতু তিমিরদৃষ্টি রোগ।

মুখমন্ডল বিবর্ণ, নীলবর্ণ, কুঞ্চিত, বসিয়া যাওয়া, রোগীর হিমাঙ্গ অবস্থা, সর্বাঙ্গে শীতল ঘর্মে আবৃত ( কপাল শীতল ঘর্মে আবৃত-ভিরেট্রাম)।

বিবমিষা, সমুদ্রপীড়ার ন্যায় অবিরত বমি বমিভাব, সামান্য সঞ্চালনে বমন, তৎসহ মুর্ছাভাব, খোলা বাতাসে উপশম।
বমি, তীব্র বমির সহিত শীতল ঘর্ম, রোগী সামান্য নড়িতে আরম্ভ করা মাত্র বমি, গর্ভকালীন বমি, ল্যাকটিক এসিড কাজ না করলে ( সোরিন)।

সমুদ্রপীড়া, ভীষণ বমি বমিভাব, বিবর্ণতা, দৈহিক শীতলতা, সামান্য সঞ্চালনে বৃদ্ধি কিন্তু ডেকের ্উপর খোলা বাতাস, ঠান্ডা হাওয়ায় আপেক্ষাকৃত ভাল থাকে।

পাকস্থলীগহ্বরে ভয়ঙ্কর অবসন্নতা ও মগ্নতা বোধ।

বমি বমিভাব সহ পাকাশয়ের শিথিলতা অনুভব করে ( ইপি, ষ্ট্যাফিস)।

শিশু উদরটিকে অনাবৃত রাখিতে চায়, উহাতে বমি বমিভাব ও বমনের উপশম হয়; উদরের শীতলতা (কলচি, ইল্যাপ্স, ল্যাকে)।

অন্ত্রের নিষ্ক্রিয়তা ও সরলান্ত্রের পক্ষাঘাতজ্ঞাপক কোষ্ঠবদ্ধতা, মলদারের মুখাববরক পেশীর আক্ষেপ, দীর্ঘকালস্থায়ী মলদ্বার নির্গমন; মলদ্বারে ইন্দ্রবিদ্ধা।

উদরাময়, আকষ্মিক, হরিদ্রাভ, সবুজাভ, পিচ্ছিল, রোগী অপেক্ষা করিতে পারে না, মল জলের মত, তৎসহ বিবমিষা, বমন, অবসন্নতা এবং শীতল ঘর্ম ( ভিরেট্রাম); আরও মুর্ছাকল্পতা; অতিশয় ধুমপানের কুফল।

কিডনির বেদনা, প্রস্রাব নালী বরাবর প্রবল আক্ষেপিক বেদনা, বামদিকে আক্রমন ( বার্বেরিস); ভয়ঙ্কর ঘেন্না বা বিবমিষা, ঠান্ডা ঘাম ।

হৃৎস্পন্দন; বামপার্শ্বে শয়ন করিলে প্রবল হয়, ডান পার্শ্বে ফিরিয়া শুইলে নিবৃত্ত হয়।

নাড়ী-দ্রুত, পূর্ণ, বৃহৎ, ক্ষুদ্র, সবিরাম, অত্যন্ত ধীরগতি, দূর্বল, অনিয়মিত, প্রায় অনুভূত হয় না।

হাতদুটি বরফের ন্যায় ঠান্ডা, দেহ গরম।

হাটু হইতে নিম্নদিকে পা দুইটি বরফের ন্যায় শীতল, হাত-পায়ের কম্পন।

ট্যাবেকামের সহিত অন্যান্য ঔষধের সম্পর্ক ঃ


ইপিকাক- অত্যন্ত বমি বমিভাব ও বমন জন্য।

আর্স-তামাক চর্বনের কুফল জন্য।

নাক্স- তামাক সেবনের পরদিন হতে পাকাশয়ের লক্ষণে।

ফসফরাস- হৃৎস্পন্দন, তামাক-বিষাক্ত হৃৎপিন্ড, জনেনেন্দ্রিয়ের দুবলতা।

ইগ্নে- তামাক চেবানোর জন্য কষ্টকর হিক্কা।

ক্লিমে বা প্লান্টেগো- তামাক থেকে সৃষ্ট দাঁতের বেদনা

সিপিয়া- মুখমন্ডলের ডান পার্শ্বের স্নায়ুশূল; অম্লজীর্ণ, পুরাতন স্নায়বিকতা, বিশেষতঃ যাহার বসিয়া বসিয়া দিন কাটান তাহাদের পীড়া।

লাইকো-ধ্বজভঙ্গ, আক্ষেপ এবং তামাক সেবনে শীতল ঘর্মের জন্য।

জেলস-অতিরিক্ত তামাক সেবনে, বিশেষতঃ ধুমপানে, মস্তকের পশ্চাদ্দিকে শিরঃপীড়া এবং শিরোঘুর্ণন।

ট্যাবেকাম ২০০ ও ১০০০ শক্তি তামাক ছাড়িবার পর, দুর্নিবার আকাঙ্খার উপশম করে।

উপশম- খোলা, নির্মল শীতল বাতাসে, অনাবৃত হলে।

[ শক্তি-৬, ৩০, ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.