Header Ads

বোরাক্স ( Borax) [ সোহাগা, টঙ্কন ] [ বোর - Bor ]

বোরাক্স ( Borax) [ সোহাগা, টঙ্কন ] [ বোর - Bor ]
বোরাক্স ( Borax) [ সোহাগা, টঙ্কন ] [ বোর - Bor ] 

বোরাক্স ( Borax) [ সোহাগা, টঙ্কন ] [ বোর - Bor ] 

প্রায় সব রোগেই নিম্নগতিতে ভয়।

নিম্নগিকের গতিতে রোগী অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া উঠে, শিশুকে শয্যায় অথবা দোলনায় শোয়াইতে গেলে, সে কাঁদিয়া উঠে এবং ধাত্রীকে জড়াইয়া ধরে; দোল দিলে, নাচাইলে, এদিক ওদিক ঝুলাইলে, সিড়ি দিয়া নিচে নামাইলে অথবা পাহাড় হইতে দ্রুত নামাইতে গেলে, ঘোড়ার পিঠে চড়াইতে গেলে শিশু আতঙ্কিত হইয়া উঠে ( তুলনীয়-স্যানিকি)।

শিশু কোন দৃশ্যমান কারণ ব্যতীতই আকষ্মাৎ জাগিয়া উঠিয়া চিৎকার করে এবং দোলনার পার্শ্ব চাপিয়া ধরে (এপিস, সিনা, ষ্ট্যামো)।


অত্যন্ত স্নায়বিক; সামান্য গোলমালে অথবা কোনরূপ অসাধারণ তীব্র শব্দে, কাশি, হাঁচি, ক্রন্দন বা দেশলাই জ্বালনর শব্দ প্রভৃতিতে সহজেই ভয় পায় ( এসের, ক্যালাডি)।

চুলে দূর্গন্ধ হয় এবং জট বাঁধে, চিরিয়া যায়, ডগার দিকে জট পাকাইয়া যায়; যদি ঐ জটগুলি কাটিয়া দেওয়া যায়, তাহা হইলে ঐগুলি আবার জন্মে, চিরুনি দিয়া চুলকে সমান করা যায় না ( ফ্লুরিক এসিড, লাইকো, সোরিন, টিউবার)।

চক্ষুর পক্ষা; শুষ্ক, আঠার মত, পিচুটিতে পূর্ণ থাকে, প্রাতে জুড়িয়া যায়; চক্ষুর ভোমাগুলি বাঁকিয়া ভিতর দিকে প্রবেশ করে, উহা লাগিয়া চক্ষের প্রদাহ জন্মে, বিশেষতঃ চক্ষুর বহিঃস্থ কোনের প্রদাহ; চুলগুলির বিশৃঙ্খল হওয়ার প্রবণতা।

নাসারন্ধ্রে মামড়ি পড়ে, প্রদাহিত হয়, নাকের ডগা উজ্জল লালবর্ণ হয়; যুবতীদিগের লাল নাসিকা।

দক্ষিণ নাসারন্ধ্রে অবরুদ্ধ অথবা প্রথমে দক্ষিণ নাসারন্ধ্র পরে বাম নাসারন্ধ্র অবরুদ্ধ হয়, তৎসহ অবিরত নাকঝাড়ার প্রবৃত্তি ( এমন কার্ব, ল্যাক ক্যানি, ম্যাগ মিউর)।

উপক্ষত, মুখের মধ্যে জিহ্বার উপর, গালের ভিতর দিকে; আহার কালে অথবা ষ্পর্শ করিলে সহজেই রক্তপাত হয়, উহাতে শিশুর স্তন্য পানে বাধা জন্মে, তৎসহ মুখগহ্বর উত্তপ্ত, শুষ্ক এবং তৃষ্ণা (আর্স); জিহ্বা ফাটা ফাটা ও রক্তস্রাবী (এরাম); লালাস্রাব, বিশেষতঃ দন্তোদ্গমকালে।

জাড়ি ঘা হইতে মুখক্ষত, স্পর্শে বৃদ্ধি, লবণাক্ত অথবা টক খাদ্য আহারে বৃদ্ধি; বৃদ্ধ ব্যক্তিদিগের মুখক্ষত, কখন কখন দাঁতের মাড়িতে ক্ষত (এলুমেন)।

শিশু বার বার মূত্রত্যাগ করে এবং মুত্রত্যাগের পূর্বে কাঁদিয়া উঠে ( লাইকো, স্যানিকি, সার্সা)

প্রদরস্রাব, প্রচুর, অন্ডলালাবৎ, শ্বেতসারের ন্যায়, তৎসহ মনে হয় যেন খানিকটা গরম জল বাহির হইয়া গেল, দুই ঋতুর মধ্যবর্তীকালে দুই সপ্তাহ স্থায়ী প্রদরস্রাব ( তুলনীয়-বোভিষ্টা, কোনি)।

চর্ম অস্বাস্থকর, সামান্য আঘাতে পাকিয়া উঠে ( ক্যালেন্ডু, হিপার, মার্ক, সাইলি)।

সম্বন্ধ- ক্যাল্ক কার্ব, সোরিন, স্যানিক, সালফের পর বোরাক্স ভাল কাজ করে।

বোরাক্সের পর আর্স, ব্রায়ো, লাইকো, ফস, সাইলি ভাল কাজ করে।
এসিটিক এসিড, ভিনিগার ও মদের সহিত বিরুদ্ধ সম্বন্ধ, উহাদের পূর্বে বা পরে ব্যবহার উচিত নয়।

উপচয়- নিম্নাভিমুখী গতিতে, আকষ্মিক সামান্য শব্দে, ধুমপানে- উহাতে উদরাময় দেখা দিতে পারে; ভিজা ঠান্ডা আবহাওয়ায়, মূত্র ত্যাগের পূর্বে।

উপশম- চাপনে, হাত দিয়া বেদনাক্রান্ত পার্শে ধরিয়া থাকিলে।

[শক্তি- ৬, ৩০, ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.