Header Ads

নাক্স-মস্কেটা (Nux Moschata) [নাটমেগ, ভারতীয় জায়ফল ] [Nux -M নাক্স ম]

নাক্স-মস্কেটা (Nux Moschata) [নাটমেগ, ভারতীয় জায়ফল ]
নাক্স-মস্কেটা (Nux Moschata) [নাটমেগ, ভারতীয় জায়ফল ]

নাক্স-মস্কেটা (Nux Moschata) [নাটমেগ, ভারতীয় জায়ফল ] 

স্নায়বিক হিষ্টিরিয়াপ্রবণ স্ত্রীলোক ও বালিকাদিগের পক্ষে বিশেষ উপযোগী (ইগ্নে)। যে সকল লোকের চর্ম শুষ্ক, যাহারা ক্বচিৎ ঘর্মাক্ত হয়; গর্ভকালীন রোগসমূহ।

বৃদ্ধ বয়সের দূর্বলতা, বৃদ্ধ ব্যক্তিদের অম্লাজীর্ণরোগ।

আলোকে, প্রবণেন্দ্রিয় সম্বন্ধে, ঘ্রাণেন্দ্রিয় সম্বন্ধে, ও স্পর্শে অত্যানুভূতিযুক্ত।

সর্বপ্রকার রোগের সহিত ঘুম ঘুমভাব ও নিদ্রালুতা বর্তমান থাকে (এন্ট্রিম টার্ট, ওপি); এমনকি সামান্যমাত্র বেদনায়, মুর্ছা যাওয়ার প্রবণতা দেখা দেয় (হিপার); কোনপ্রকার রোগ হইলেই নিদ্রালুতা উপস্থিত হয়

আচ্ছন্ন নিদ্রা, বোধশক্তিহীনতা, অদম্য নিদ্রাপ্রবৃত্তি।

অন্যমনস্ক, চিন্তা করিতে পারে না, সবকিছুতেই ঔদাসীন্য।

দূর্বলতা এবং স্মৃতিশক্তির লোপ (এনাকার্ডি, ল্যাক ক্যানি, লাইকো)।

পড়িবার সময়, কথা বলিবার সময় অথবা লিখিবার সময় ধারণাগুলি বিলুপ্ত হয়, ভুল শব্দ ব্যবহার করে, অতি পরিচিত রাস্তাগুলিও চিনিতে পারে না ( ক্যান ইন্ডি, ল্যাকে)।

মনোভাব পরিবর্তিত হয়, এক মূহুর্ত হাসিতেছে, পর মুহুর্তে কাঁদিতে আরম্ভ করে (ক্রোকাস, ইগ্নে), “আকষ্মাৎ গম্ভীর হইতে উল্লসিত; চঞ্চল হইতে সুস্থির হইয়া উঠে” (প্ল্যাটিনা)।

চক্ষুদ্বয়ের শুষ্কতা, এত শুষ্ক যে চক্ষু মুদ্রিত করিতে পারে না।

মুখগহবএর অতিশয় শুষ্কতা (এপিস, ল্যাকে); জিহ্বা এত শুষ্ক হইয়া পড়ে যে তালুর সহিত লাগিয়া যায়; লালা তুলার মত হইয়া পড়ে, গলগহ্বর শুষ্ক ও আড়ষ্ট হয়, কিন্তু কোনরূপ তৃষ্ণা থাকে না। (পালস)।

প্রকৃত তৃষ্ণা না থাকিলেও এবং জিহ্বা সেরূপ শুষ্ক না হইলেও রোগী শুষ্কতা বোধ করে।

যে পার্শ্বে চাপিয়া শোয়, তথায় অত্যন্ত ক্ষততাবোধ ( ব্যাপ্টি, পাইরো) এবং শয্যাগত হইবার প্রবণতা থাকে।

সামান্য কিছু বেশী পরিমাণে খাইলেই শিরঃপীড়া উপস্থিত হয়, আহারকালে বা আহারের পরক্ষণেই পাকস্থলীতে যন্ত্রণা অনুভব করে ( কেলি বাই)।

প্রত্যেকবার আহারের পর উদর অত্যন্ত স্ফীত হইয়া উঠে।

উদরাময়-গ্রীষ্মকালে, ঠান্ডা পানীয় পানে; শরৎকালে- বহুব্যাপক উদরাময়, তাহাতে মল সাদা (কলচি); ফোটান দুধ পানজনিতে উদরাময়, দন্তোদ্গমকালে উদরাময়, গর্ভকালীন উদরাময়, তৎসহ ঘুম ঘুমভাব এবং মুর্ছাভাব; শরৎকালীন বহুব্যাপক উদরাময়, সাদা দুর্গন্ধ মল (কলচি)।

প্রত্যেকবার ঋতুস্রাবকালে মুখগহ্বর, গলগহ্বর ও জিহ্বা অতিশয় শুষ্ক হইয়া পড়ে, বিশেষতঃ নিদ্রাকালে। 
ঋতুস্রাবের পরিবর্তে প্রদরস্রাব (কক্কিউল); রোগিনীর যখন নিদ্রা-ভঙ্গ হয় তখন জিহ্বা অত্যন্ত শুষ্ক থাকে (ল্যাকে); জরায়ুস্ফীতি ( ল্যাক ক্যান, লাইকো)। 

পেসারী ব্যবহারজনিত এবং গর্ভকালে বেদনা, বমি বমিভাব ও বমন। 
আকষ্মাৎ স্বরভঙ্গ; বায়ুর প্রতিকুলে ভ্রমণ করিলে উহার বৃদ্ধি ( ইউফ্রে, হিপার)। 

শয্যায় উত্তপ্ত হইয়া উঠিলে, অত্যুপ্ত হইলে, গর্ভকালে ( কোনি); স্নান করিলে, জলে দাঁড়াইয়া থাকায়, ঠান্ডা আর্দ্র স্নানে বাস করা হেতু কাশি ( নেট্রাম সালফ); আহারের পর কাশি সরল হয়, কিছু পান করিবার পর কাশি শুষ্ক হয়। 

নিদ্রা-অদম্য নিদ্রালুতা, ঘুম ঘুমভাব, মাতালের ন্যায় এলোমেলো ভাব। আচ্ছন্ন নিদ্রা, নীরব, নিঃশ্বাসের সহিত শব্দ হইলে-ওপি)। 

পদদ্বয়ে জল লাগাইবার ফলে, উত্তপ্ত অবস্থায় দেহে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগাইলে বাতরোগ (একোন, ব্রায়ো); ঠান্ডায় বৃদ্ধি, ঠান্ডা আবহাওয়ায় অথবা ভিজা কাপড় পরিয়া থাকায় বৃদ্ধি (রাস); বাম স্কন্ধের বাত (ফেরাম)। 

গাড়ী চড়িয়া চলার সময় পৃষ্ঠবেদনা। 

ক্লান্তভাব, সামান্য পরিশ্রমের পরই শুইয়া পড়িতে বাধ্য হয়। 

সম্বন্ধ- নাক্স মষ্কেটা পারদের ধুম গ্রহণ, সাঁসক শুল, তার্পিন তৈল, মদ্যজাতীয় পানীয়, বিশেষতঃ খারপ বিয়ার মদ্যের কুফল দূর করে। 

উপচয়-ঠান্ডায়, আর্দ্র, ঝড়ো আবহাওয়ায় (রডো); আবহাওয়ার পরিবর্তনে, ঠান্ডা খাদ্যে, ঠান্ডা জলে স্নানে, গাড়ী চড়িয়া বেড়াইলে (কক্কিউল); বেদনান্বিত পার্শ্বে শয়নে ( বেদনাশূণ্য পার্শ্বে শয়নে- পালস)। 

উপশম-শুষ্ক, গরম আবহাওয়ায়. গরম ঘরে, গরম কাপড়ে আচ্ছাদিত হইলে। 

[শক্তি- ৬, ৩০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.