Header Ads

এসেটিক এসিড (Acetic Acid) [ Aceticum acidum ] [Acet-ac- এসেট এসিড]

এসেটিক এসিড (Acetic Acid) [ ভিনিগার জাত অম্ল ]
এসেটিক এসিড (Acetic Acid) [ ভিনিগার জাত অম্ল ]  

এসেটিক এসিড (Acetic Acid) [ ভিনিগার জাত অম্ল ] 

বিবর্ণ, শীর্ণ ব্যক্তি, যাহাদের মাংসপেশীগুলি শিথিল ও থল্থলে, মুখমন্ডল বিবর্ণ, মোমবর্ণ ( ফেরাম)।

রক্তস্রাব, প্রত্যেকটি শ্লেষ্মা-নির্গমন পথ যাহা নাসিকা, কন্ঠ, ফুস্ফুস্, পাকস্থলী, অন্ত্র, জরায়ু ( ফেরাম, মিলিফো) হইতে; জরায়ু হইতে অতিরিক্ত স্রাব, অনুকম্পা ঋতুস্রাব, আঘাতজনিত নাসাপথে রক্তস্রাব (আর্নিকা)।

শিশুদিগের পুঁয়ে পাওয়া ও অন্যান্য ক্ষয়কারী রোগসমূহ ( এব্রোটে, আয়ড, স্যানিকি, টিউবার)।

অত্যন্ত অবসন্নতা, আঘাতপ্রাপ্তির পর ( সালফ এসি), অস্ত্রোপচার জনিত সঙ্ঘাতের ফলে, অনুভূতিহারক ঔষধ প্রয়োগের পরতৃষ্ণা, অত্যধিক, জ্বালাকর, শোথরোগে, বহুমূত্র এবং পুরাতন উদরাময়ে অনেকখানি জল পানেও তৃপ্তি হয় না কিন্তু জ্বররোগে পিপাসা থাকে না

গর্ভাবস্থায় টক উদ্গার ও বমন, মুখ দিয়া জ্বালাকর জল উঠা এবং দিবারাত্র প্রচুর লালাস্রাব ( ল্যাক্টিক এসিড; লালাস্রাব রাত্রে বর্ধিত-মার্কসল)।

উদরাময় প্রচুর, দূর্বলকর; তৎসহ অত্যন্ত পিপাসা-শোথ রোগে টাইফাস জ্বরে, যক্ষারোগে; উহার সহিত নিশাঘর্ম।

প্রকৃত ক্রুপ, সাঁই সাই শব্দকারী শ্বাসক্রিয়া, শ্বাসগ্রহণকালে কাশি ( স্পঞ্জিয়া), শেষ অবস্থার ঔষধ।

সিডার ভিনিগারের বাষ্প শ্বাসপথে গ্রহণ করায় ক্রুপ রোগ ও সাংঘাতিক ডিপথেরিয়ায় সফলজনক উপশম পাওয়া গিয়াছে।

চিৎ হইয়া ঘুমাইতে পারে না ( চিৎ হইয়া ভাল ঘুমায়- আর্স)

উদরের মধ্যে শূণ্যতাবোধজন্য শ্বাসকৃচ্ছা; উপুড় হইয়া শুইলে ভাল থাকে ( এমন কার্ব)।

বিলেপী-জ্বর, চর্ম শুষ্ক ও উত্তপ্ত, বাম গন্ডস্থলে লালবর্ণ দাগ এবং কাপড় ভিজান নৈশঘর্ম।

সম্বন্ধ- ইহা অনুভূতিহারক বাষ্পের (এমিল নাই), কয়লা বা গ্যাসের ধোঁয়ার, ওপিয়ামষ্ট্রামনিয়ামের দোষঘ্ন।

সিডার ভিনিগার কার্বলিক এসিডের দোষঘ্ন।

রক্তস্রাবে সিঙ্কোনার পর ভাল ঘাটে; শোথ রোগে ডিজিটেলিসের পর ভাল খাটে।

এই ঔষধটি আর্নিকা, বেল, ল্যাকেমার্কসলের লক্ষণসমূহকে, বিশেষতঃ বেলেডোনা হইতে উৎপন্ন শিরঃপীড়ার বৃদ্ধি করে।

[শক্তি-৩, ৬ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.